গাজীপুর টঙ্গীতে দুই শিশু সন্তানকে কুপিয়ে হত্যা করেছে নিষ্ঠুর মা


টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি :

গাজীপুরের টঙ্গীতে এক মর্মান্তিক ঘটনায় দুই শিশু সন্তানকে হত্যার অভিযোগে তাদের মা আলেয়া বেগমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে টঙ্গী পূর্ব থানার পূর্ব আরিচপুরের রূপবানের টেক এলাকার একটি ভাড়া ফ্ল্যাটে ঘটে হৃদয়বিদারক এই ঘটনা।

নিহত দুই শিশু—মালিহা (৬) ও আব্দুল্লাহ (৪)—ছিলেন মালয়েশিয়া প্রবাসী আব্দুল বাতেন এবং আলেয়া বেগম দম্পতির সন্তান। ঘটনার সময় বাড়িতে কেবল মা ও সন্তানরাই ছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই শিশুর নিথর দেহ উদ্ধার করে।

প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, ঘটনার সময় আলেয়া বেগমের আচরণ ছিল অস্বাভাবিক ও অসংলগ্ন। তার দুই হাতে ছিল তাজা কাটার দাগ, যা তদন্তকারীদের সন্দেহ আরও বাড়িয়ে তোলে। পরে গভীর জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আলেয়া নিজেই স্বীকার করেন, ঘরে থাকা ধারালো বটি দিয়ে তিনি নিজ সন্তানদের কুপিয়ে হত্যা করেছেন।

আজ শনিবার সকালে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, রাতে টঙ্গী পূর্ব থানায় একটি হত্যা মামলা (নম্বর-৩৪) দায়ের করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠানো হবে।

আলেয়া বেগমের শিকড় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানার জয়কালীপুর গ্রামে। তার পরিবার ও স্বজনরা জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে মাথাব্যথা ও মাইগ্রেন সমস্যায় ভুগছিলেন। তবে তার মানসিক স্বাস্থ্যগত কোনো সমস্যা ছিল কি না, সে বিষয়ে নিশ্চিতভাবে কেউ কিছু বলতে পারেননি।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-পুলিশ কমিশনার এন. এম. নাসির উদ্দিন বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক ও সংবেদনশীল ঘটনা। কী কারণে একজন মা এমন নির্মম সিদ্ধান্ত নিলেন, তা আমরা খতিয়ে দেখছি। একইসাথে মানসিক স্বাস্থ্যের দিকটিও গুরুত্বের সঙ্গে বিবেচনায় রাখা হচ্ছে।”

এই ঘটনা শুধু একটি পরিবারকেই নয়, নাড়া দিয়েছে পুরো এলাকাকে। সন্তান হারানোর বেদনায় পিতা আব্দুল বাতেন ও পরিবারের অন্যান্য সদস্যরা নির্বাক। পুলিশ জানিয়েছে, তদন্তের স্বার্থে আপাতত আলেয়া বেগমকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে এবং তার মানসিক অবস্থার বিষয়ে বিশেষজ্ঞ মতামতেরও আশ্রয় নেওয়া হতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন