গোলাম রব্বানী-টিটু: (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার হল রুমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে সরকারি কর্মকর্তদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটানিং কর্মকর্তা আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এ অবহিতকরণ সভা শুরু হয় । সভায় পোস্টাল ব্যালট(সি.পি.ভি) নিয়ে প্রবাসীরা ভোট প্রদানের কলা কৌশল, নিয়ম কানুন ও একই দিনে হ্যা-না গণভোট প্রদানের বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করা হয় । এ সময় উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল হক, ওসি নাজমুল হাসান, স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহা, কৃষি অফিসার ফরহাদ হোসেন বক্তব্য রাখেন । সভায় উপজেলার সকল অফিসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন । পরে সভাপতি আশরাফুল আলম রাসেল সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সকল সরকারি কর্মকর্তা, কর্মচারীদের ভোট কেন্দ্রে সঠিকভাবে দায়িত্ব পালন ও সবার সহযোগিতায় ভালো একটি নির্বাচন উপহার দেয়ার জন্যে সবার গুরুত্বপূর্ণ ভূমিকা অপরিহার্য বলে সহযোগিতা চেয়ে সভা সমাপ্ত করেন ।
Tags
শেরপুর