নড়াইল-২ আসনে গণঅধিকার প্রার্থী নূর ইসলামের মনোনয়নপত্র দাখিল


নড়াইল প্রতিনিধি : নড়াইল-২ আসনে (লোহাগড়া উপজেলা ও সদরের একাংশ) গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী লায়ন নূর ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলের শেষদিনে সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আবদুল ছালামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও এমপি প্রার্থী লায়ন নূর ইসলাম বলেন, ‘অবহেলিত নড়াইল ও লোহাগড়ার উন্নয়নে অনেক পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ঘরে ঘরে গ্যাসলাইন পৌঁছে দেওয়া। নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণ, সড়ক ও সেতুর উন্নয়ন, স্বাস্থ্যসেবার উন্নয়নসহ একটি আদর্শ জেলা হিসেবে গড়ে তুলতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন-জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি জামাল খান, সাংগঠনিক সম্পাদক টিপু শেখ, জেলা গণঅধিকার পরিষদের নেত্রী রহিমা খানম সুমি, জেলা যুবঅধিকার পরিষদের সভাপতি ফয়জুল্লাহ বিশ্বাস, সাধারণ সম্পাদক তাহাজ্জত খান, আইন বিষয়ক সম্পাদক তৌহিদুর রহমান, জেলা ছাত্রঅধিকার পরিষদের সভাপতি আনিসুজ্জামান সোহাগ, জেলা শ্রমিকঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, লোহাগড়া উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নূর আলম, লোহাগড়া উপজেলা যুবঅধিকার পরিষদের সভাপতি সৌরভ হোসেন মোল্যা, সাধারণ সম্পাদক রাজ্জাক শেখ, সাংগঠনিক সম্পাদক পিন্টু খান, লোহাগড়া উপজেলা শ্রমিকঅধিকার পরিষদের সভাপতি শিমুল শেখ, সাধারণ সম্পাদক রোমান মোল্যা, দপ্তর সম্পাদক শুভ মোল্যা, শাকিল হোসেন, রাতুল, রওশন হোসেন ও তহিদ খানসহ আরো অনেকে।

এদিকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, নড়াইলের দু’টি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি এবং স্বতন্ত্রসহ মোট ২৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে নড়াইল-১ আসনে ১৫টি এবং নড়াইল-২ আসনে নয়টি মনোনয়ন জমা পড়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন