টাঙ্গাইলে যুবক হত্যা মামলার এক আসামি গ্রেপ্তার

 

গ্রেপ্তার হওয়া মো. রুবেল | ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে মো. রায়হান (২৮) হত্যা মামলায় অভিযুক্ত আসামি মো. রুবেলকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ (রোববার, ১১ মে) দুপুরে র‌্যাব-১৪ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মো. রুবেল কালিহাতীর রামপুর হিন্দুপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। র‌্যাব জানায়, নিহত রায়হানের সঙ্গে মুন্নি আক্তারের প্রেম ছিল। এরপর তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে মুন্নির ভাই জনিসহ অন্য আসামিদের সঙ্গে তার শত্রুতা শুরু হয়।

পূর্ব শত্রুতার জেরে আসামি জনি অন্যদের সহায়তায় রায়হানকে প্রায়ই মারধর করতেন এবং বিভিন্নভাবে খুনের হুমকি দিতেন। গত ৫ মে রাতে টাঙ্গাইলের কালিহাতি কোকরাইলের হযরত আলীর পতিত জমিতে রায়হানকে রুবেলসহ অন্যারা দেশিয় অস্ত্র দিয়ে গুরুতর জখম করে হত্যা করেন। এ ঘটনায় রায়হানের বাবা বাদী হয়ে কালিহাতি থানায় হত্যা মামলা দায়ের করেন।

শুক্রবার মধ্যরাতে রাজশাহী র‌্যাব-৫ এর সহযোগিতায় নাটোর নলডাংগার খাজুরা ইউনিয়নেরর দুর্লভপুর গ্রাম থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়। শনিবার তাকে কালিহাতী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে- র‌্যাব থেকে জানানো হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন