সিরাজগঞ্জে গভীর রাতে এক খামারিকে হত্যা করে চারটি গরু লুট করে নিয়ে গেছে একদল ডাকাত। এ ঘটনায় বস্তাবন্দী অবস্থায় এক তরুণকে উদ্ধার করা হয়েছে।
বুধবার (২১ মে) দিবাগত রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে জেলার চৌহালী উপজেলার মুরাদপুর এলাকায় অস্থায়ী খামারে এই ঘটনা ঘটে।
নিহত খামারিরর নাম তারা মিয়া। তিনি উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামে বাসিন্দা ছিলেন। উদ্ধার তরুণের নাম মো. ইব্রাহিম। সম্পর্কে তারা দাদু-নাতি।
চৌহালী থানার অফিসার ইনচার্জ শাখাওয়াত হোসেন বলেন, চাষাবাদ ও গরু পালনের জন্য মিয়া তার নাতি ইব্রাহিমকে সঙ্গে নিয়ে মুরাদপুরের কাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে বসবাস করছিলেন। রাতে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত ধারালো অস্ত্র নিয়ে ঘরে ঢোকে। প্রথমে তারা ইব্রাহিমকে বস্তাবন্দী করে। পরে তারা মিয়াকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। এরপর খামার থেকে চারটি গরু লুট করে তারা নৌকায় করে পালিয়ে যায়।
তিনি আরও বলেন, নির্জন ও চল এলাকায় ডাকাতি হওয়ায় অপরাধীদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
Tags
সিরাজগঞ্জ