কালিয়াকৈরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরন সেমিনার অনুষ্ঠিত


মোঃ মাইনুল সিকদার, কালিয়াকৈর (গাজীপুর) :
গাজীপুরের কালিয়াকৈরে প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে কালিয়াকৈর উপজেলা পরিষদ সভাকক্ষে, বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প (২য় ফেইজ) প্রকল্পের অবহিতকরন সেমিনার অনুষ্ঠিত হয়।কালিয়াকৈর উপজেলা সমাজসেবা অফিসার জনাব  মিজানুর রহমান এর সঞ্চালনায় ,প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয় গাজীপুর, জনাব এস এম  আনোয়ারুল করিম। উপস্হিত ছিলেন,কালিয়াকৈর উপজেলা সহকারী কমিশনার(ভূমি),দিল আফরোজ। জনাব মোঃ মনির হোসেন (সমাজ সেবাঅফিসার,সংস্হাপন সেল, সমাজসেবা অধিদপ্তর ঢাকা)। জনাব কল্লোল সাহা(সমাজসেবা অফিসার মধুখালী উপজেলা,ফরিদপুর )। জনাব জাহিদ তালুকদার (কালিয়াকৈর পৌর নির্বাহী কর্মকর্তা),সহ সাংবাদিক,গণ্যমান্য বৃক্তি, বিভিন্ন পেশাজীবি সদস্য  বৃন্দ উপস্হিত ছিলেন।প্রান্তিক পেশাজীবির মধ্যে কামার -১৬৭ জন,কুমার -২৭৮ জন,নাপিত- ৩৪৩ জন,বাঁশ বেত -১৩৭ জন,কাঁসা ও পিতল- ২ জন,জুতা মেরামত- ২৬০ জন,লোকজ শিল্পি -৭৯ জন,নকশী কাঁথা -৫৩ জন, সর্ব মোট -১৩১৯ জন।অনুষ্ঠানটি আয়োজন করেন,কালিয়াকৈর উপজেলা সমাজসেবা অফিস।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন