জমি নিয়ে বিরোধ, ময়মনসিংহের নান্দাইলে ভাতিজার হাতে চাচা খুন

 


ময়মনসিংহের নান্দাইলে জমিসংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) নামে এক কৃষক খুন হয়েছেন।

বৃহস্পতিবার (১ মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ভাতিজা এনামুল (৪০) কে আটক করেছে পুলিশ।

নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় এনামুল হককে আটক করে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, কালিগঞ্জ রেলসেতু সংলগ্ন শুভখিলা গ্রামের মৃত শিরো মিয়ার পুত্র নিহত দেলোয়ার হোসেন দিলুর সঙ্গে তার আপন চাচাতো ভাই হামিদুল হকের পুত্র এনামুল হকের জমি নিয়ে বিরোধ চলছিল। সম্প্রতি ভাতিজা এনামুল হক জোরপূর্বক গাছ কেটে নিলে প্রশাসনের কাছে অভিযোগ করেন নিহত চাচা দেলোয়ার হোসেন দিলু। এতে ভাতিজা এনামুল হক ক্ষিপ্ত হয়ে দা দিয়ে চাচা দেলোয়ার হোসেন দিলুকে কুপিয়ে আহত করে। স্বামীকে বাঁচাতে গেলে স্ত্রী রুমা আক্তারও আহত হন।

স্থানীয়রা আহত দেলোয়ার হোসেন দিলু ও রুমা আক্তারকে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে দেলোয়ার হোসেন দিলুর মৃত্যু হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন