রাজশাহীতে ডিভোর্সি নারীর ঘরে বিবস্ত্র অবস্থায় পুলিশ সদস্য আটক

 


রাজশাহীতে তালাকপ্রাপ্তা এক নারীর ঘরে গিয়ে বিবস্ত্র অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছেন এক পুলিশ সদস্য।

বুধবার (৩০ এপ্রিল) দিনগত রাত ১২টার দিকে নগরীর তালাইমারি বাদুড়তলা এলাকায় এ ঘটনা ঘটে।

আরএমপির মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক ঢাকা মেইলকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই পুলিশ সদস্যের নাম টি এম নাছির উদ্দিন। তিনি সিরাজগঞ্জ সদরের সয়াগোবিন্দ নয়ন মোড় ভাঙ্গাবাড়ি এলাকার আবু বক্কার সিদ্দিকের ছেলে। পুলিশ বাহিনীর কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছেন তিনি। নাছিরের বিপি নম্বর ৯২১২১৬০৯৭৫।

স্থানীয়রা জানান, বাসা ভাড়া নিয়ে রাজশাহী শহরে থাকতেন কনস্টেবল নাছির। খবর পেয়ে তাকে বাসায় নারীসহ আটক করেন এলাকাবাসী। এ দিন রাতে নারীর মায়ের বাসায় গিয়েছিলেন তিনি। আটকের সময় তিনি বিবস্ত্র অবস্থায় ছিলেন।

এ সময় নাছির বলেন, ‘এখন বিবাহ পড়াইতে আসছেন, বিবাহটা পড়ান। তবে আগের বিবাহিত আরেক স্ত্রী রয়েছে বলে তিনি জানান।’ এ পুলিশ সদস্য আরও বলেন, এ সম্পর্কের বিষয়টি বাসার সবাই জানে।

ওই নারী জানান, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। তবে তাদের বিয়ের কাগজপত্র নেই। কিন্তু হাদিস মোতাবেক কালেমা পড়ে বিয়ে করেছেন তারা। দু’জন মানুষ সাক্ষী ছিল তাদের বিয়েতে।

বৃহস্পতিবার (১ মে) সকালে এ বিষয়ে আরএমপির মতিহার থানার ওসি আব্দুল মালেক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসা হয়। বর্তমানে তাদের থানা হেফাজতে রাখা হয়েছে। তাদের বিয়ে হয়েছে বলে জানিয়েছে তারা। কিন্তু শুধু কালেমা হয়েছে, কোনো রেজিস্ট্রি হয়নি। এ কারণে বিয়ের কাগজপত্রও তারা দেখাতে পারেননি। তবে এ বিষয়ে অবশ্যই প্রমাণ দেখাতে হবে। 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন