ময়মনসিংহে ভুয়া মেজর পরিচয়ে তরুণীকে বিয়ে, অতঃপর...


ময়মনসিংহে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে এক মেয়েকে বিয়ে করার ঘটনায় ৪ প্রতারককে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৪ এর সদস্যরা। এ সময় আসামিদের কাছ থেকে একটি টয়েটা গাড়ি, নগদ টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। সোমবার (৫ মে) দুপুরে এ ঘটনায় মামলা করে গ্রেপ্তার আসামিদের মুক্তাগাছায় থানা পুলিশের কাছে হস্তান্তর করে র‌্যাব-১৪।

আসামিরা হলেন- মেজর পরিচয় দেওয়া কুমিল্লার চৌদ্দগ্রাম থানার মরকাটা বাজার এলাকার বাসিন্দা মো. তফাজ্জল হোসেনের ছেলে মো. মাহিন হোসেন (৩১), একই থানার সোনাকাটিয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ইউসুফ হোসেন (৩৫), কুমিল্লার হোমনা থানার ডুমুরিয়া গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে মো. মোর্শেদ (৩৫) এবং মুন্সিগঞ্জের শ্রীনগর থানার আরধিপাড়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে মো. মনির হোসেন (৩২)। র‌্যাব-১৪ এর অধিনায়ক মো. নয়মুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আসামি মাহিন হোসেন প্রতারক প্রকৃতির লোক। সে মুক্তাগাছার এক মেয়ের সঙ্গে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে সখ্যতা গড়ে তুলে ফুঁসলিয়ে গোপনে বিয়ে রেজিস্ট্রি করে। এরপর আসামি মাহিন শ্বশুরের বাসায় বেড়াতে গেলে তার কাছে মেজরের পরিচয়পত্র এবং কর্মস্থল সম্পর্কে জানতে চান শ্বশুরবাড়ির লোকজন। এ সময় আসামি অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলতে থাকে এবং একপর্যায়ে সে নিজেকে র‌্যাব-১৪ এর ময়মনসিংহের সিও হিসেবে দায়িত্ব পেয়েছে বলে জানায়। কিন্তু পরিবারের সদস্যদের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা ঢাকা ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টে যোগাযোগ করলে এই পরিচয়ের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আজ ভোরে অভিযান চালিয়ে আসামি মাহিনসহ ৪ প্রতারককে গ্রেপ্তার করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন