উত্তরায় ছাত্রদল নেতার উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে উপহার সামগ্রী বিতরণ


নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উত্তরার ১ নম্বর ওয়ার্ডে এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ বিতরণ করেছেন ছাত্রদল নেতা আকরাম হোসেন আকিব। সোমবার সকালে উত্তরা হাই স্কুলের সামনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রায় অর্ধশতাধিক পরীক্ষার্থীর হাতে পরীক্ষার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম তুলে দেওয়া হয়।

উপহারসামগ্রীর মধ্যে ছিল কলম, পেনসিল, স্কেল, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর ও মাস্কসহ অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী।

ছাত্রদল নেতা আকরাম হোসেন আকিব বলেন, ‘এসএসসি পরীক্ষার সময়টা একজন শিক্ষার্থীর জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্বের অংশ। শুধু রাজনীতি নয়, আমরা চাই সমাজের ভালো কাজে সম্পৃক্ত থাকতে। শিক্ষার্থীদের মুখে হাসি দেখতে পেরে আমাদের এই ক্ষুদ্র উদ্যোগকে সার্থক মনে করছি।’


এ সময় উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা ছাত্রদলের সভাপতি সামসুল আলম খান সোয়েব। তিনি বলেন, ‘বর্তমান প্রজন্মই আগামীর ভবিষ্যৎ। ছাত্রদলের পক্ষ থেকে আমরা সব সময় শিক্ষার্থীদের সহযোগিতায় পাশে থাকব।’

অনুষ্ঠানে স্থানীয় ছাত্রদলের আরও কয়েকজন নেতাকর্মী উপস্থিত ছিলেন। উপহার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ প্রকাশ করেন এবং ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন