নীলফামারি জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারি বিএনপির ১ আসনের সাবে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার জামিনের আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের প্রতিবাদ ও হয়রানি মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কুটিরশিল্প বিষয়ক সাধারণ সম্পাদক, মোঃ সবুজ খান, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কৃষক দলের সাধারণ সম্পাদক, সাইফুদ্দিন মাহমুদ ফয়সাল, নাসিক ৬ নং ওয়ার্ড কৃষকদল সভাপতি, আফজাল খান, সাধারণ সম্পাদক মোঃ সাজেদুল ইসলাম, ,এছাড়াও এই বিক্ষোব মিছিলে অংশগ্রহন করেন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। এসময় শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা তুলেনিয়ে অনতিবিলম্বে তার নিঃশ্বর্ত মুক্তি চেয়ে বিশেষ বক্তব্য ও স্লোগান দেন তুহিন সমর্থকরা।
Tags
বাংলাদেশ