চাঁদপুরের ফরিদগঞ্জে বন্ধুকে আটকে রেখে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি এবং তার স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগে হুমায়ুন কবির (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আর অপহৃত বন্ধু শামীম হোসেনকে (২৬) উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।।
বুধবার (৩০ এপ্রিল) উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের পূর্ব আলোনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য বোরহান উদ্দিন জানান, পূর্ব আলোনিয়া গ্রামের শামীম হোসেন ও একই এলাকার হুমায়ুন কবির ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুদের সূত্রে শামীমের বাড়িতে যাতায়াত ছিল হুমায়ুনের। গত মঙ্গলবার কৌশলে শামীমকে তার আলোনিয়া বাজারের ব্যবসা প্রতিষ্ঠানের নির্জন কক্ষে আটকে রাখে। এদিকে স্বামীর খোঁজে শামীমের স্ত্রী সাদিয়া দিশেহারা হয়ে খুঁজতে থাকে। ওই রাতেই হুমায়ুন তার বন্ধু শামীমের বাড়িতে এসে কথার এক পর্যায়ে তার স্ত্রীকে অনৈতিক প্রস্তাব দেয় এবং এই শর্তে রাজি হলে শামীমকে ফিরে পাওয়ার আশ্বাস দেয়। সেই প্রস্তাব প্রত্যাখান করার পর ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে হুমায়ুন।
সবশেষ বুধবার জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন দিয়ে পুলিশের সহযোগিতা চায় শামীমের স্ত্রী। পরে হুমায়ুনকে আটকের পর তার কথা অনুযায়ী শামীমকে উদ্ধার করা হয়। শামীম অসুস্থ হয়ে পড়ায় প্রথমে তাকে ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক আ. মালেক জানান, হুমায়ুনসহ এলাকার একটি চক্র এই এলাকাকে মাদকের আখড়া বানিয়ে ফেলেছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম জানান, জরুরী সেবা ৯৯৯ এর কলের ভিত্তিতে ভিকটিম শামীমকে উদ্ধার ও অভিযুক্ত হুমায়ুনকে আটক করা হয়েছে। হুমায়ুন চিহ্নিত মাদক ব্যবসায়ী। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।