কিশোরগঞ্জে মাদকসহ আ.লীগ সমর্থিত ২ আইনজীবী আটক

 


কিশোরগঞ্জে বিদেশী মদের বোতলসহ দুই আইনজীবীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ মে) ভোর ৪টার দিকে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া আঞ্চলিক মহাসড়কের কোদালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আকটকৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও আওয়ামী লীগ সমর্থিত আইনজীবী সানোয়ার হোসেন রুবেল (৪৭) ও মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান লুৎফুর রহমান ভূঁইয়া রুবেল (৪৬)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে কিশোরগঞ্জ-পাকুন্দিয়া সড়কের কোদালিয়া এলাকার একটি চৌকিতে পুলিশ তাদের বহনকারী প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে বিদেশী মদের বোতলসহ দুই আইনজীবী ও প্রাইভেট কারের চালক মো. সাইম (২৫) কে আটক করা হয়।

এ বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন বলেন, আজ সকালে তাদের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে মাদকসহ তাদের তিনজনকে আটক করা হয়। এ ঘটনায় ধৃত আসামির বিরুদ্ধে পাকুন্দিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের পিপি জালাল উদ্দিন বলেন, বিকেলে আদালতের বিচারক তাদের কারাগারে পাঠানো নির্দেশ দেয়। আসামিদের পক্ষে কেউ জামিনের আবেদন করেননি।

আদালতের সরকারি নিবন্ধন কর্মকর্তা শাহাদত হোসেন বলেন, আইনজীবী লুৎফুর রহমান ভূঁইয়া রুবেল ও সানোয়ার হোসেন রুবেলের বিরুদ্ধে ৫ আগস্টের পর করা বিস্ফোরক আইনে মামলাসহ সংঘর্ষ, মারধর, হুমকি ও ভয়-ভীতি প্রদর্শনের একাধিক মামলা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন