কিশোরগঞ্জে ঋণ পরিশোধের পর ব্ল্যাঙ্ক চেক ফেরত চাওয়ায় সাংবাদিককে ছুরিকাঘাত

 

ইফারানুল হক সেতু। ছবি: সংগৃহীত

ঋণ পরিশোধের পর কিশোরগঞ্জের বাজিতপুরে ব্ল্যাঙ্ক চেকের পাতা ফেরত চাওয়ায় সংবাদকর্মীকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে মো. রাকিব মিয়ার (২৫) বিরুদ্ধে। সোমবার ‍উপজেলার রাবারকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (২০ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বাজিতপুর থানার ওসি মুরাদ হোসেন।

আহত সংবাদকর্মীর নাম ইফারানুল হক সেতু (৩৮)। তিনি জাতীয় দৈনিক বাংলাদেশ সময়েল বাজিতপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ও উপজেলার রাবারকান্দি গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। এ ঘটনায় আহত সেতু বাজিতপুর থানায় বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত রাকিব মিয়া তার প্রতিবেশী এবং সে মাদকসেবী। কিছুদিন পূর্বে রাকিবের মায়ের কাছে একটি ব্যাংক চেক জমা দিয়ে লক্ষাধিক টাকা ধার নেয় সেতু । পরে টাকা পরিশোধ শেষে তার মায়ের কাছে জমাকৃত ব্যাংক চেক ফেরত চাইলে চেক হারিয়ে গেছে বলে টালবাহানা শুরু করে রাকিবের মা-বাবা। সেতু ও তার মা-বাবার মধ্যে তর্কবিতর্ককের একপর্যায়ে নেশাগ্রস্ত অবস্থায় রাকিব সেতুকে মারধর করে এবং হত্যার উদ্দেশ্যে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে। পরে সেই আঘাত ফিরাতে গিয়ে বাম হাতের কব্জির ওপরের অংশ ছিদ্র হয়ে যায়। পরে আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় বর্তমানে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, আমরা অভিযোগ পেয়েছি। অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন