![]() |
প্রতীকী ছবি |
পিরোজপুরের কাউখালীতে একই স্কুলের দুই এসএসসি পরিক্ষার্থী ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ না করেই কেন্দ্র থেকে প্রেমিক-প্রেমিকা পালিয়ে গেছে।
জানা গেছে, কাউখালী উপজেলার সদর ইউনিয়নের আইরন জয়কুল এম এম মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী প্রিয়া ও নাঈম হোসেন রোমানের পরীক্ষা না দিয়ে কেন্দ্র থেকে পালিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার আইরন জয়কুল এম এম মোদাচ্ছের মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসির পরিক্ষার্থী মুক্তারকাঠি গ্রামের কবির হোসেনের মেয়ে প্রিয়ার সঙ্গে জয়কুল আবাসনের আব্দুল কুদ্দুসের ছেলে নাঈম হোসেন রোমানের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। বুধবার (২১ মে) সকালে তারা এসএসসির কৃষি বিষয়ের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিতে বাড়ি থেকে বের হয়। কিন্তু পূর্বপরিকল্পনা অনুযায়ী পরীক্ষা না দিয়ে ওই প্রেমিক-প্রেমিকা পালিয়ে যায়।
এ বিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষক মো. নান্না মিয়া দেশ টিভিকে জানান, বুধবার এসএসসি পরীক্ষার্থী ২০২৫ ব্যাচের শিক্ষার্থীরা যথারীতি কৃষি শিক্ষার ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করে। এদের মধ্যে প্রিয়া ও নাঈম হোসেন রোমান অনুপস্থিত থাকায় তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করি। উভয়ের পরিবার আমাকে জানায় তারা অসুস্থ। পরে লোকমুখে শুনতে পাই যে- তারা পরীক্ষার কথা বলে পালিয়ে গেছে।