সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার বিষয়ক সভা

আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বেইজলাইন সার্ভের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা পর্যায়ে দায়িত্বশীল কর্তৃপক্ষের সঙ্গে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির স্ট্যান্ডিং অর্ডার অন ডিজাস্টার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০মে) বিকেল ৩টায় স্থানীয় বে-সরকারি সংস্থা ডাসকো’র আয়োজনে এবং হেকস্/ইপার এর সহযোগিতায় উপজেলা পরিষদ সভাকক্ষে থ্রাইভিং থ্রো ইক্যুইটি ইকোনমিক এমপাওয়ারমেন্ট এন্ড ক্লাইমেট রেজিলিয়েন্স থ্রাইভ প্রকল্প বেইজলাইন সার্ভের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উপজেলা পর্যায়ের দায়িত্বশীল কর্তৃপক্ষের  সাথে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ। এসময় তিনি বিভিন্ন  দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:গোলাম রাব্বানী, সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন,পল্লী উন্নয়ন কর্মকর্তা আমজাদ হোসেন,থানার ওসি তদন্ত আলিফ উদ্দীন, প্রকল্প সমন্বয়কারী তোফাজ্জল হোসেন,ফজলুল করিম, প্রজেক্ট অফিসার ফারহানা উর্মী, প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন