টাঙ্গাইলের ঘাটাইলে সাপের কামড়ে এক দেওপাড়া গন উচ্চ বিদ্যালয়ের ক্লাস টেনের ছাত্রী ও সখীপুরে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টায় ঘাটাইলের দেওপাড়া ইউনিয়নের যুগিয়া টেঙ্গর এলাকার দেওপাড়া গন উচ্চ বিদ্যালয়ের ক্লাস টেনের ছাত্রী মোছা. আখি (১৪) অপরদিকে আজ শনিবার (১০ মে) সকাল ১০টার দিকে সখীপুরে বহুরিয়া ইউনিয়নের কালমেঘা দক্ষিণপাড়া এলাকার কাজলী বেগম (৬০) নামের এ দুইজন বিষধর সাপের কামড়ে নিহত হন।
মৃতরা হলেন, ছাত্রী মোছা. আখি (১৪) দেওপাড়া ইউনিয়নের কালিকাপুর উত্তর পাড়া গ্রামের আয়েজ উদ্দিনের মেয়ে ও কাজলী বেগম (৬০) কালমেঘা দক্ষিণপাড়া এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।
পরিবার ও এলাকাবাসী জানায়, আঁখি মেধাবী ছাত্রী ছিল। গতকাল রাতে আঁখি পড়তে বসে। এসময় পড়ার টেবিলে নিচে একটি সাপ আঁখির পায়ে কামড় দিলে সে ব্যথা অনুভব করে। রাতেই তাকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আঁখির মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য ইব্রাহিম মিয়া জানান, আঁখির পায়ে সাপের কামড়ের চিহ্ন ছিল। বিষধর সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।
অপরদিকে, কাজলী বেগম (৬০) ওই নারীর ছেলে হোসেন আলী জানান, সকালে মা পানি আনার জন্য বাড়ির উঠানের একপাশে স্থাপিত নলকূপ চাপতে যান। সেখানে আগে থেকে থাকা বিষধর সাপ তার বা হাতের আঙ্গুলে কামড় দেয়। বিষয়টি তিনি সঙ্গে সঙ্গেই তাকে (ছেলেকে) জানান। তাৎক্ষণিক ঘণ্টা দেড়েকের মধ্যে স্বজনেরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসে। হাসপাতালে পৌঁছার পর জরুরি বিভাগের চিকিৎসক মনিরুল ইসলাম পরীক্ষা-নিরীক্ষা শেষে কাজলী বেগমকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসা কর্মকর্তা মনিরুল ইসলাম বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই ওই নারী মারা গেছেন। ওই নারীর বাঁ হাতের দুটি আঙ্গুলে ক্ষত চিহ্ন দেখা গেছে। বিষয়টি থানায় জানিয়ে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।