টাঙ্গাইলে মা-বাবার সামনেই ট্রাকচাপায় প্রাণ গেল ৫ বছরের শিশুর
টাঙ্গাইলের সখীপুরে মা-বাবার চোখের সামনেই ট্রাকচাপায় প্রাণ গেল ৫ বছরের শিশু সাফওয়ান সোয়াদের। আজ শুক্রবার (২৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার পৌর শহরের লাইফকেয়ার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
নিহত সাফওয়ান সখীপুর উপজেলার গড়গোবিন্দপুর জামতলা এলাকার মাসুম শিকদার ও মিতু আক্তার দম্পতির ছেলে।
জানা যায়, চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে মাসুম-মিতু দম্পতি ছেলে সাফওয়ানকে নিয়ে ঢাকা-সখীপুর সড়কের পাশে লাইফকেয়ার ক্লিনিকের সামনে আসেন। সেখানে অটোরিকশা থেকে নেমে মিতু একাই সড়ক পার হয়ে বিপরীত পাশে চলে যান। এ সময় শিশু সাফওয়ান তার বাবা মাসুমের পাশে অটোরিকশায় বসেছিল। পরে মাসুম অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করছিলেন। এ সুযোগে সাফওয়ান মুহূর্তের মধ্যে রিকশা থেকে নেমে মায়ের কাছে যেতে সড়ক পার হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। চোখের সামনে এভাবে একমাত্র সন্তানকে হারাতে দেখে মিতু সংজ্ঞা হারিয়ে মাটিতে পড়ে যান। অন্যদিকে বাবা মাসুম বাক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম ভূঞা বলেন, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি হস্তান্তর করা হয়েছে। ট্রাকটি আমরা আটক করতে সক্ষম হয়েছি। এটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে।
টাঙ্গাইলের কালিহাতীতে প্রান্তিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ
হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময়
অন্তত ১০জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (২৩ মে) বিকেলে কালিহাতী উপজেলার মুলিয়া এলাকায় এবং সখীপুর সদরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা
হচ্ছেন- ঘাটাইল উপজেলার হামিদপুর গুসাইবাড়ি গ্রামের মজিবর রহমানের ছেলে
আব্দুস সালাম (৪০), মির্জাপুর উপজেলার সাটিয়াচুরা গ্রামের মৃত হাবিবুর
রহমানের ছেলে এস এম আলম (৬৫)।