নারায়ণগঞ্জে বহিস্কৃত বিএনপি নেতা ও আওয়ামী দোসর মুকুলকে গণধোলাই


নারায়ণগঞ্জের বন্দর থানাধীন মদনপুর এলাকায় আওয়ামী দোসর ও বিএনপির সাবেক বন্দর উপজেলা চেয়ারম্যান ও বর্তমান বিএনপির বহিস্কৃত নেতা আতাউর রহমান মুকুলকে গণধোলাই দিয়ে বিবস্ত্র করে হেনস্তার অভিযোগ ওঠেছে। খবর পেয়ে বন্দর থানা পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে বলে জানিয়েছ বন্দর থানার ওসি লিয়াকত। 

যানা যায়  ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও ওসমান পরিবারের অন্যতম সহযোগী মহানগর বিএনপির বহিষ্কৃত সাবেক যুগ্ম আহ্বায়ক ও বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে, রোববার (২৯ জুন) দুপুর আনুমানিক একটায় বন্দর উপজেলার মদনপুর এলাকার  হরিপুর পাওয়ার প্ল্যান্টের সামনে তাকে সম্পূর্ণ বিবস্ত্র করে গণধোলাই দেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান একদল ব্যক্তি তাকে অকথ্য ভাষায় গালাগালি করে তার পরনের কাপড় ছিঁড়ে ফেলে বিবস্ত্র করে বেধড়ক মারধর করতে থাকলে, স্থানীয়রা থানায় খবর দেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সাবেক বিএনপি নেতা আতাউর রহমান মুকুলকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতিমধ্যে এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন ব্যক্তি আতাউর রহমান মুকুলকে 'আওয়ামীলিগের দোসর উল্যেখ করে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন এবং তার পাঞ্জাবি প্যান্ট খুলে বিবস্ত্র করে,  পরনে ছেঁড়া ঝুলন্ত গেঞ্জি ধরে এক ব্যক্তি তাকে টেনে হেঁচড়ে কোথাও নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ সময় পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে  একটি অটো রিকশায় তুলে নিরাপদ স্থানে নিয়ে যায়।

পরবর্তীতে  জানা যায়, আহত আতাউর রহমান মুকুলকে শহরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুকুলের অভিযোগ, সোনারগাঁ উপজেলা বিএনপির সহ সভাপতি বজলুর রহমান (ওরফে) ডন বজলুর নেতৃত্বে তার উপর অতর্কিত হামলা করা হয়েছে।

আহত আতাউর রহমান মুকুল বলেন, মদনপুরে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগের বিষয়ে টেন্ডার (দরপত্র) দাখিলের শিডিউল ছিলো বলেই  তিনি সেখানে গিয়েছিলেন, এসময় ডন বজলুর নেতৃত্বে অতর্কিতভাবে তার উপর এই হামলা চালানো হয়েছে। তিনি এই ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন। 

এ বিষয়ে বন্দর থানার  অফিসার ইনচার্জ, লিয়াকত আলী বলেন, 'কিছুক্ষণ আগে ঘটনাটি আমি শুনেছি, বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা খোঁজ খবর নিচ্ছি। এছাড়াও তার বিরুদ্ধে  একটি মামলা রয়েছে, বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

যানা জায় আতাউর রহমান মুকুল ইতিপূর্বে বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতিও ছিলেন। গত ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে তৎকালীন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ সদস্য এ কেএম সেলিম।ওসমানের বিভিন্ন রাজনৈতিক জনসভায় অংশগ্রহণ করার অভিযোগে আতাউর রহমান মুকুলকে দল থেকে বহিষ্কার করেছে বিএনপি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন