সৌরভ মাহমুদ হারুন, বুড়িচং (কুমিল্লা)
কুমিল্লার বুড়িচং উপজেলার শিকারপুর গ্রামের মুদি দোকানে চুরির ঘটনায় সালিশে বৈঠকে বিচার করায় প্রতিশোধ নিতে এক ছেলেকে বিষ ও এসিড দিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে চোর ও তার ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় বুড়িচং থানায় দুইজনকে আসামি করে মামলা করেন নিহতের মা শাহানারা আক্তার।
নিহত হোসেন কুমিল্লা বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবু তাহেরের ছেলে। সে শিকারপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।
১৮ জুন বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার ওসি আজিজুল হক।
জানা যায়, গত ৩১ মে শনিবার বিকেলে উপজেলার মোকাম ইউনিয়নের শিকারপুর উচ্চ বিদ্যালয় ছুটির পর বাড়িতে যেতে ছিলেন গ্রাম্য বিচারক আবু তাহেরের ১৪ বছরের ছেলে হোসাইন। রাস্তা থেকে ডেকে নেয়া হয় হোসাইনকে। তাকে বেঁধে বিষপান করানো হয়, তারপর অমানবিক ভাবে তার অন্ডকোষে ঢেলে দেওয়া হয় এসিড। পরিবার সূত্রে জানা যায়, দুইমাস আগে শিকারপুর গ্রামের মইনুল হোসেনের মুদি দোকানে চুরির ঘটনা ঘটে। এই চুরির ঘটনায় অভিযুক্ত সাইমুনের জড়িত থাকার ঘটনা প্রমাণিত হলে গ্রাম্য সালিশের মাধ্যমে সাইমুনকে ৫ হাজার জরিমানা করে বিচারক একই এলাকার আবু তাহের। এতে ক্ষুব্ধ হয় সাইমুন ও তার ভাই আলাউদ্দিন। বাবার উপর ক্ষোভ মিটাতে এই নিষ্পাপ ছেলে হোসাইন (১৪)কে নির্যাতন করে চোর ও তার ভাই।
১৮ জুন বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লা জেনারেল হাসপাতালে ১২ দিন আইসিইউতে থাকার পর শিশু হোসেইনের মৃত্যু হয়।
১৪ বছরের নিষ্পাপ ছেলে হোসেইনকে হারিয়ে কান্নায় মূর্ছা যাচ্ছেন বাবা আবু তাহের ও মা শাহানারা আক্তার। স্বজনদের আর্তনাদে ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ।
বুড়িচং থানার ওসি আজিজুল হক জানায়, গত দুইজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছে নিহত শিশুর পরিবার।জড়িত ব্যক্তিদের ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে।