রাজধানীর যাত্রাবাড়ীতে যৌথ অভিযানে ৪টি বিদেশি আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ২


নিজস্ব প্রতিবেদক : রবিবার দিবাগত রাতে যাত্রাবাড়ী  সেনা ক্যাম্প থেকে পরিচালিত যৌথ অভিযানে যাত্রাবাড়ী থানার মীর হাজিরবাগ এলাকা থেকে ০৩ টি পিস্তল, ০১ টি রিভলবার, ১১ রাউন্ড গুলি এবং সন্ত্রাসী কাজে ব্যবহৃত বিভিন্ন  সরঞ্জামসহ কুখ্যাত সন্ত্রাসী আল-আমিন গ্রুপের অন্যতম সদস্য আনিস এবং হোসেন নামে দুই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে এই চিহ্নিত সন্ত্রাসীরা মীর হাজিরবাগ এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি ছিনতাই, ডাকাতি, সন্ত্রাসী কার্যকলাপসহ বিভিন্ন অপকর্মের মাধ্যমে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল।

আইন শৃঙ্খলা রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে যানিয়েছেন যৌথবাহিনীর সদস্য। 

যৌথবাহিনীর সদস্যরা আরোও জানান,এই সকল অপরাধ দমনে নিকটস্থ সেনা ক্যাম্পসমূহে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য দেশের প্রতিটি সচেতন মহলসহ সকলকে অনুরোধ করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন