কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে খাটের নিচে থেকে দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ ৩০ লাখ টাকা উদ্ধার

 


এস.এম. মিরাজ হোসাইন টিপু : 

কুমিল্লার সদরে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত অভিযানে ৩০ লাখ টাকাসহ ইয়াবা ও দেশীয় ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় মোঃ রিয়াজ (৪০) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সেনাবাহিনীর কুমিল্লা আদর্শ সদর ক্যাম্প কমান্ডার এক বিজ্ঞপ্তিতে জানান, অভিযুক্ত রিয়াজ পাঁচথুবি ইউনিয়নের শুভপুরের বাসিন্দা।

ক্যাম্প কমান্ডার আরোও জানান  গতকাল রোববার রাতে সাধারণ মানুষের সহযোগিতায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুভপুরে অভিযানটি চালানো হয়, এ সময় ২ হাজার ৯৫০টি ইয়াবা, নগদ ৩০ লাখ টাকা এবং ছয়টি দেশীয় অস্ত্র  জব্দ করা হয়েছে। 
এর মধ্যে রিয়াজের বাড়ির সামনে একটি দোকানে চালের ড্রামের মধ্যে ইয়াবা ও রিয়াজের মায়ের খাটের নিচ থেকে নগদ ৩০ লক্ষ টাকা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদক, অস্ত্র ও টাকার  সাথে সংশ্লিষ্ট মোহাম্মদ রাশেদ (৩৫) নামে একজন পলাতক রয়েছেন, যানা জায়, ঢাকার মোহাম্মদপুর বিহারি ক্যাম্পের বাসিন্দা এই রাশেদ। 
ক্যাম্প কমান্ডার আরোও জানান   রিয়াজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং পলাতক রাশেদকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন