সৌরভ মাহমুদ হারুন (বুড়িচং) :
কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়ন এর ছয়গ্রাম আলীম মাদ্রাসার আঙ্গিনায় বৃক্ষ রোপন উদ্বোধন করা হয়েছে সোমবার সকালে। উদ্বোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল মান্নান। সার্বিক তত্বাবধান ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম খান। এসময় মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য এবং সকল শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থী গন উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে
সরকারি সিদ্ধান্তের আলোকে মাদ্রাসার আঙিনায় বৃক্ষ রোপণ কর্মসূচি চলমান।মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এর নির্দেশনা মোতাবেক শিক্ষা প্রতিষ্ঠানকে সবুজায়ন করে গড়ে তুলতে এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনামূলক কর্মসূচির অংশ হিসেবে মাদ্রাসা আঙিনায় তথা মাঠের চারিপাশে সারিবদ্ধভাবে মাঠের সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপণ করতে হবে।জলবায়ুপরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় মাঠের চারিপাশে মাঠের সৌন্দর্যবর্ধক গাছের চারা রোপনে এলাকার মার্জিত ও শিক্ষিত সুশীল সমাজসহ সর্বস্তরের জনগণের সানুগ্রহ কামনা করছি।