নড়াইল প্রতিনিধি : নড়াইল সদরের তুলারামপুর এলাকায় আলোচনা সভা, জারি ও বাউল গান অনুষ্ঠিত হয়। পূর্বপাড়া যুব সংঘের উদ্যোগে আজ সন্ধ্যায় এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও নড়াইল-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহরিয়ার রিজভী জর্জ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-তুলারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইফসুফ আলী মোল্যা।
বিশেষ অতিথি ছিলেন-জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল খবির রেজা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুজ্জামান মিলন, জেলা কৃযক দলের সাবেক আহবায়ক নবির হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আরমান আলী, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাসসহ অনেকে। জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাবের তত্ত¡¡াবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-মাজহারুল ইসলাম লুলু।
আলোচনা সভা শেষে জারি ও বাউল গান অনুষ্ঠিত হয়। নড়াইলসহ বিভিন্ন এলাকার শিল্পীরা গান পরিবেশন করেন।