সাতক্ষীরায় এ বছরে করোনায় আক্রান্ত প্রথম রোগী শনাক্ত

 


সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় প্রথম একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। তিনি বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। 
আক্রান্ত রোগীর নাম মোঃ মাহফুজার রহমান (৬১)। তিনি সাতক্ষীরা পৌরসভার রাজার বাগান এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে। 
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার বিষয়টি নিশ্চিত করে জানান, এর আগে মাহফুজার রহমান ডায়াবেটিস, শ্বাসকষ্ট, হার্ট ও কিডনিসহ নানা সমস্যা নিয়ে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। সেখান  থেকে তিনি বুধবার সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। তার বর্তমানে চিকিৎসা চলছে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কুদরত-ই-খোদা জানান,   মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করা হচ্ছে। কারো উপসর্গ দেখা দিলে সময়ক্ষেপণ না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে করোনা পরীক্ষা করা উচিত। তিনি আরও বলেন, করোনা প্রতিরোধে সবাইকে সতর্ক হতে হবে। নিয়মিত মাস্ক ব্যবহার করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।#

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন