দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাগজানা ইউনিয়ন শাখার উদ্যোগে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ জুলাই) বাদ জুমা বাগজানা ইউনিয়ন পরিষদ মসজিদ প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাগজানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ মুছা হারুন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জয়পুরহাট জেলা শাখার সভাপতি এডভোকেট মামুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলতাফ হোসেন মাস্টার, উপজেলা সেক্রেটারি মোঃ সামসুল আলম মাস্টার, বাংলাদেশ জামায়াতে ইসলামের বাগজানা ইউনিয়ন শাখার আমির ও উপদেষ্টা মোঃ তৌফিকুল ইসলাম, শিরট্টি ফাজিল ডিগ্রী মাদ্রাসা উপাধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল মান্নান।
আলোচনায় বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, সংগঠনের কার্যক্রম এবং সামাজিক দায়বদ্ধতা নিয়ে গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শ্রমিকদের জীবনমান উন্নয়নে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সব সময় তাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।
সভায় স্থানীয় নেতৃবৃন্দ ও শ্রমিক সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।