পদায়নের ৭২ ঘন্টার মধ্যে সোনারগাঁ থানার ওসিকে প্রত্যাহার




মোঃ নুর নবী জনি : পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশনা না মেনে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগ দেওয়া পুলিশ পরিদর্শক ইসমাইল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। পদায়নের তিন দিনের মধ্যেই তাকে সরিয়ে রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত করা হয়।

গত বৃহস্পতিবার ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিকের সই করা এক অফিস আদেশে তাকে প্রত্যাহার করা হয়েছে।

এর আগে ৫৪ বছর বয়সী পরিদর্শক মো. ইসমাইল হোসেনকে ৭ জুলাই সোনারগাঁও থানায় ওসি হিসেবে পদায়ন করা হয় এবং তিনি যোগদান করেন।

গত ১৭ জুন পুলিশ হেডকোয়ার্টার থেকে সকল রেঞ্জ ডিআইজি ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সংশ্লিষ্ট ইউনিট প্রধানদের চিঠির মাধ্যমে একটি নির্দেশনা দেওয়া হয়। যেখানে বলা হয়েছে, ৫২ বছরের উপরে কোনো পুলিশ পরিদর্শককে থানায় ওসি হিসেবে দায়িত্ব দেওয়া যাবে না। এরপরও নারায়ণগঞ্জ জেলার এসপি প্রত্যুষ কুমার তাকে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ৭ জুলাই অফিস আদেশ জারি করে ।

ওসি ইসমাইল হোসেনের পদায়নের ক্ষেত্রে পুলিশ সদর দপ্তরের নির্দেশনা লঙ্ঘন করা হয় মর্মে বার্তা সংস্থা ইউএনবি একটি প্রতিদেন প্রকাশ করে ৮ জুলাই। এরপর আজ তাকে প্রত্যাহার করে অফিস আদেশ জারি করেছে পুলিশের ঢাকা রেঞ্জ ডিআইজি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন