সিদ্ধিরগঞ্জে সৎ মাকে হত্যা মামলার আসামী দুই সহোদর মুন্সিগঞ্জে গ্রেফতার


নিজস্ব প্রতি‌বেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পারিবারিক বিরোধের জেরে এক বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার অভিযোগে নিহতের দুই সৎ ছেলে জহিরুল ইসলাম (৩৫) ও নজরুল ইসলাম (৩২) কে গ্রেফতার করেছে র‌্যাব-১১। 

মঙ্গলবার (১৫ জুলাই) গভীর রাতে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বিবন্দী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার (১৬ জুলাই) দুপুরে র‌্যাব-১১ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

গ্রেফতারকৃতরা হলো সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিম কলাবাগ (সাইলো গেট) এলাকার বাসিন্দা এবং নিহত দিনু বেগমের সৎ সন্তান, তাদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। 

গ্রেফতারের পর আসামীদের সিদ্ধিরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব -১১।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত সোমবার (১৪ জুলাই) সকাল ১০টার দিকে পারিবারিক পূর্ব বিরোধের জের ধরে গ্রেফতারকৃত দুই ভাই বাড়ির উঠানে এসে বাদী ও তার মা দিনু বেগমকে গালিগালাজ করতে থাকে,এক পর্যায়ে  গালিগালাজ করতে নিষেধ করলে, তারা বৃদ্ধাকে এলোপাতাড়ি মারধর করে এবং বুকে লাথি মেরে গুরুতর ভাবে আহত করে। 

গুরুতর আহত অবস্থায় দিনু বেগমের মুখ দিয়ে রক্ত বের হতে থাকলে প্রথমে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়,অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকা কলেজ মেডিকেল হাসপাতালে রেফার করেন। পরবর্তীতে সেখানে রাত ১০ ঘটিকার সময় তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্তদের সঙ্গে বাদী পক্ষের দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি ও অন্যান্য পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল।

এলাকার স্থানীয়রা জানান,স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও সবাই তাতে ব্যর্থ হয়েছেন।

ঘটনার পরপরই র‌্যাব-১১ গোয়েন্দা নজরদারি জোরদার করে এবং বর্তমান সময়ের তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের অবস্থান শনাক্ত করার পর তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন