কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার হরিনহাটি এলাকায় ঠিকাদারের কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে জৈনিক রিয়াজুর ইসলামের বিরুদ্ধে। ঠিকাদারকে মারধর টাকা লুট ও দাবিকৃত চাঁদা না পেয়ে হত্যার হুমকী দিয়েছে বলে জানা গেছে। ওই ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার তরিকুল ইসলাম বৃহস্পতিবার কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, কালিয়াকৈর উপজেলার বান্দাবাড়ী এলাকার আবুল হোসেনের ছেলে তরিকুর ইসলাম(৪২) পৌরসভার হরিনহাটি এলাকায় মফিজ উদ্দিনের বাড়ীতে ভাড়া থেকে ঠিকাদারী করে আসছে। ওই এলাকার তমিজউদ্দিন ভান্ডারীর ছেলে রিয়াজুল ইসলাম(৪৮) বুধবার ঠিকাদারের কাছে এককালীন ২লাখ টাকা ও মাসে ৫০ হাজার টাকা চাদা দাবি করে। চাঁদা না দিলে ওই এলাকায় কোন কাজ করতে দিবে না বলে জানায়। চাঁদা দিতে অস্বীকার করলে রিয়াজুল ইসলাম তরিকুলকে ধরে তার অফিসে নিয়ে যায়। সেখানে লাথি মেরে নিচে ফেলে দেয়। এ সময় একজন অজ্ঞাতনামা লোক এসে তরিকুলকে দুই হাতে ধরে ফেলে। রিয়াজুল তার বুকে ও পেটে প্রচন্ড আঘাত করে এবং মারপিট করে। এক পর্যায়ে তরিকুলের পকেটে থাকা শ্রমিকদের বিলের ২৫ হাজার ৯শত টাকা রিয়াজুল জোর করে নিয়ে যায়। তাকে এলাকা ছেড়ে না গেলে খুন করার হুমকী দিয়ে চলে যায়।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার এস আই শরিফুল হক জানান, তরিকুলের একটি অভিযোগ পেয়েছি।