মোঃ মাইনুল সিকদার, কালিয়াকৈর (গাজীপুর) :
গাজীপুরের কালিয়াকৈরে বাসস্ট্যান্ড গোলচক্কর এলাকায় গতকাল শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় রুদ্র সরকার (২৫) নামের এক পথচারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত রুদ্র সরকার(২৫) কালিয়াকৈর শিমুলতলী পালপাড়া এলাকার রাধে শ্যাম সরকারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী মিক্সার ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করার চেষ্টা করলেও তখনই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানা গেছে।
এ বিষয়ে কালিয়াকৈর থানার সাব ইন্সপেক্টর অনুপ কুমার অধিকারী বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়না তদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। চালক পালিয়ে গেলেও ট্রাক টি জব্দ করা হয়েছে।এ নিয়ে গত ২৪ ঘন্টার ব্যবধানে কালিয়াকৈরে সড়কে ঝড়লো পাঁচটি তাজা প্রান।