তাঁতি লীগ নেতা কেরামতের অত্যাচারে অতিষ্ট সোনামিয়া বাজারের কয়েকটি পরিবার

 

ডেইলি নিউজ বিডি রিপোর্ট : ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব : ফ্যাসিস্ট আওয়ামিলীগের অন্যতম সহযোগী সংগঠন সিদ্ধিরগঞ্জ থানা তাঁতি লীগের সাংগঠনিক সম্পাদক কেরামতের অত্যাচারে অতিষ্ট  তার পরিবারসহ ও আশেপাশের লোকজন।

সিদ্ধিরগঞ্জ থানাধীন আদমজী সোনামিয়া বাজারের স্থানীয় বাসিন্দা ও সোনামিয়া বাজারের একসময়ের বিশিষ্ট ফার্মেসী ব্যবসায়ী, মেসার্স জাহাঙ্গীর ফার্মেসীর স্বতাধিকারী মৃত নুরুল ইসলামের ছেলে, কেরামত  রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের শাসনামলে তার পরিবারসহ আশেপাশের কয়েকটি পরিবারকে জিম্মি করে রাখার অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক ব্যক্তি জানান বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে তাঁতি লীগের ক্ষমতা দেখিয়ে সোনামিয়া বাজারে একটি সন্ত্রাসী সিন্ডিকেটের মাধ্যমে রাজনৈতিক আধিপত্য বিস্তার করে রেখেছিলো এই কেরামত।

সোনামিয়া বাজারে থেকে আদমজীনগর নতুন বাজার নতুন রাস্তার মাথা পর্যন্ত ফুটপাত দখল, রেলওয়ে জমিতে দোকান বসিয়ে অস্থায়ী পজিশন বিক্রি, সাপ্তাহিক দোকানগুলো থেকে চাঁদা উত্তোলন  সোনামিয়া বাজার ও সোনামিয়া বাজার রেললাইন এলাকায় অবাধে মাদক বিক্রি ও মাদক সেবনের অভয়ারণ্য গড়ে তুলে এইসব অবৈধ ব্যবসা বানিজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রধান ছিলো এই তাঁতি  লীগ নেতা কেরামত।

স্থানীয়দের দেয়া তথ্য ও প্রমানের ভিত্তিতে আরোও প্রমাণিত হয়যে,জুলাই আগস্টের ছাত্রজনতার আন্দোলনের সময় বৈষম্য বিরোধী ছাত্রজনতার বিরুদ্ধে করা ফ্যাসিস্ট আওয়ামিলীগের প্রতিটি সন্ত্রাসী পদক্ষেপ ও মিটিং মিছিলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্ব-শরীরে সকল প্রকার সহযোগিতা করেছে এই তাঁতি লীগ নেতা কেরামত। 

স্থানীয়রা আরোও জানান তাঁতি লীগ নেতা কেরামতের বিরুদ্ধে নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর আমলী আদালতে,৪০৬/৪২০/৩২৩/৩২৫/৫০৬ (||) ধারায়  একটি সি, আর মামলা রয়েছে। মামলা নং - ১৭৪/২৫, এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানায় তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ফেক আইডি খুলে বিভিন্ন সময় এলাকার স্বনামধন্য ব্যক্তিদের নিয়ে বিভিন্ন প্রকার কুরুচিপূর্ণ এবং মানহানিকর পোস্ট শেয়ার করার বিরুদ্ধে গত ০২/০৭/২৫ ইং তারিখে  একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এমন একজন সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণ সঠিক তথ্য ও প্রমাণ থাকার পরেও কেনো এই আওয়ামী ফ্যাসিস্টকে পুলিশ প্রশাসন গ্রেফতার করছেনা এটাই এখন সাধারণ মানুষের প্রশ্ন?


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন