গুলিস্তান আহাদ পুলিশ বক্স এলাকায় ১মাসে ৫ ছিনতাইকারী ও মাদক কারবারীসহ ৩২ জন গ্রেফতার


মোঃ লুৎফর রহমান (খাজাশাহ্) : ডিএমপি পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মো: নাসিরুল আমীন এর নেতৃত্বে থানাধীন গুলিস্তান আহাদ পুলিশ বক্সের এস আই তন্ময় কুমার বিশ্বাস, এস এস আই ক্যা এমং মারমা, এ এস আই মো: সাইদুর রহমান, এ এস আই কৃষ্ণ সরকার ও এ এস আই মো: ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সদের নিয়ে গত জুন মাসব্যাপী অপরাধ দমন অভিযান চালিয়ে গাঁজা ক্রয়-বিক্রয়, চুরি, ছিনতাই ও প্রতারণা সহ বিভিন্ন অপরাধের দায়ে মোট ৩২ ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে গ্রেফতারী পরোয়ানায় ৪ জন, ছিনতাই কারী-৫জন, ৫শ গ্রাম গাঁজা সহ ১জন, ভিকটিম উদ্ধার ৪জন, এবং ২৮টি মামলায় ২৮ জনকে গ্রেফতারের পর মোবাইল কোর্টের ম্যাজিষ্ট্রেট এর মাধ্যমে গ্রেফতারকৃত ২৮জনকেই বিভিন্ন মেয়াদে সাজা প্রদানের মাধ্যমে জেলহাজতে প্রেরণ কারা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক ‘ডেইলি নিউজ বিডি ডট অনলাইন’ এর সহকারী সম্পাদক মোঃ লুৎফর রহমান (খাজাশাহ্) কে এক সাক্ষাতে জানান। 

উল্লেখ্য যে, ডিএমপি পল্টন মডেল থানাধীন আহাদ পুলিশ বক্সের ইনচার্জ এস আই তন্ময় কুমার বিশ্বাস উল্লেখিত সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে আহাদ পুলিশ বক্সের নিয়ন্ত্রনাধীন হলমার্কেটের আশপাশ এলাকা, খদ্দর মার্কেট, গোলাপ শাহ্ মাজারের একাংশ, বায়তুল মোকাররম গেইট সংলগ্ন মার্কেট এলাকা, মাওলানা ভাসানী গেইট এলাকা, জিপিও ভবন এলাকা, স্টেডিয়ামের পার্শ্বস্থিত এলাকা ও মতিউর রহমান পার্ক এলাকা সমূহে উল্লেখিত অপরাধ দমন অভিযান সমূহ পরিচালনা করা হয়েছে বলে ডিএমপির সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়। 


একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন