মোঃ লুৎফর রহমান (খাজাশাহ্) : ডিএমপি চকবাজার মডেল থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জান এর নেতৃত্ত্বে এস আই মো: গোলাম সরোয়ার ও এএসআই মাহাবুব আলম, থানাধীন আনোয়ারা ভবনস্থ শন্তিনিবাস এলাকা থেকে ৬০টি ইয়াবাসহ মো: সোহেল (৩৮) কে গ্রেফতার করেছে। এব্যপারে থানায় মামলা নং-০৪, তারিখ: ২১-০৬-২০২৫ইং দায়ের করা হয়েছে। এস আই মো: আরিফ মাহমুদ মামলাটি তদন্ত করছে। অপর এক অভিযানে এস আই আরিফ মাহমুদ, এএসআই মো: রাসেল মিয়া ও এএসআই আব্দুল নেওয়াজ তানজিদ মাদক বিরোধী অভিযান চালিয়ে থানাধীন পূর্ব ইসলামবাগ এলাকা থেকে ১২টি ইয়াবাসহ মো: সম্রাট হাওলাদার (২৩) কে এবং ৭টি ইয়াব সহ মো: লিটন মিয়া (৫২) কে গ্রেফতার করেছে। এব্যাপারে থানায় মামলা নং-০২, তারিখ: ১৬-০৬-২০২৫ইং দায়ের করা হয়েছে। এস আই মো: আব্দুর রাজ্জাক মামলাটির তদন্ত করছেন বলে এ প্রতিবেধক ‘ডেইলি নিউজ বিডি ডট অনলাইন’ এর সহকারী সম্পাদক মো: লূৎফর রহমান (খাজাশাহ্) কে সংশ্লিষ্ট কর্মকর্তা এক সাক্ষাতে জানান। অপর এক অভিযানে এস আই মো: নজরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে থানাধীন পোস্তা গাজীগলি এলাকা থেকে ১শ ৫০ গ্রাম গাঁজাসহ মো: রুবেল (৩২) ও মো: হোসেন কালু ওরফে কালা কালু (৩৫) কে গ্রেফতার করেছে। এসআই জয় চন্দ্র বনিক মামলাটি তদন্ত করছে বলে ডিএমপির সংশ্লিষ্ট অফিস সূত্রে জানা যায়।
Tags
ঢাকা