সাতক্ষীরা প্রতিনিধি : সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা জেলা যুবদলের উদ্যোগে শহরের সঙ্গীতা মোড় থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জজ কোর্টের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিল থেকে এসময় নেতাকর্মীরা “একশান একশান ডাইরেক্ট একশান, জামায়াত-শিবিরের বিরুদ্ধে ডাইরেক্ট একশান, এনসিপির বিরুদ্ধে ডাইরেক্ট একশান, হই-হই-রই জামায়াত শিবির গেল কই, ‘জামায়াত-শিবিরের আস্তানা, ভেঙে দাও, গুড়িয়ে দাও, জামায়াত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়’, এ ধরনের নানা শ্লোগানে বিক্ষোভ প্রদর্শন করে তারা।
সমাবেশে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সমন্বয়ক আইনাল ইসলাম নান্টা, সাবেক জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, যুবদল নেতা মনিরুজ্জামান প্রিন্সসহ সাতক্ষীরা জেলা ও বিভিন্ন উপজেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন।
বক্তারা এসময় বলেন, শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। কোন ষড়যন্ত্রই মেনে নেওয়া হবে না। দেশে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে নির্বাচন পেছানোর পায়তারা করা হচ্ছে। বাংলাদেশের সাধারন জনগনকে সাথে নিয়ে এই ষড়যন্ত্র রুখে দেয়া হবে।