শেরপুরের ঝিনাইগাতীতে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ



শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বৃহস্পতিবার সকালে উপজেলার হল রুমে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ করা হরয়েরছে । মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় মাধ্যমিক,উচ্চ মাধ্যমিক, মাদ্রসা ও ভোকেশনাল  বোর্ড থেকে বাছাইকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে নেয়া কৃতি শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার ও সনদ বিতরণ করা হয় । এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে সহকারী শিক্ষক রোস্তুম আলীর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি হিসাবে শেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: রেজুয়ান,বিশেষ অতিথি সহকারী জেলা শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রহুল আলম তালুকদার বক্তব্য রাখেন । অন্যান্যদের মধ্য থেকে অধ্যক্ষ শহিদুল ইসলাম, আবুল হাশেম, প্রধান শিক্ষক ফজলুল হক, রবিউল ইসলাম, উম্মে কুলছুম, সাংবাদিক গোলাম রব্বানী টিটু, অভিভাাবক আলহাজ্ব সেকান্দর আলী শিক্ষার্থী ইয়ামিন শুপ্ত সহ আরো অনেকেই । উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২২/২৩/২৪ সালে এসএসসি/এইচ, এস, সি কৃতিত্বের সাথে অনুষ্ঠিত পরীক্ষায় পাশ করে দেশের বিভিন্ন বিশ্ব বিদ্যালয়ে অধ্যয়ন আছে এদের মধ্য থেকে ১৫জন শিক্ষার্থীকে বাছাই করে এ পুরস্কার ও সনদ বিতরণ করা হয় । এর আগে শিক্ষার্থীদের একাউন্টে নগদ অর্থও প্রদান করা হয়েছে । অনুষ্ঠান শুরুর আগে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দূর্ঘটনায় নিহতদের স্মরণে আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় । পরে সভাপতি কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন তোমাদের এই ফলাফল ধরে রেখে দেশ ও জাতি গঠনে অগ্রণী ভূমিকা রাখতে হবে জানিয়ে উপদেশ মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন