পাঁচবিবিতে ঝড়-বৃষ্টিতে গাছ উপড়ে পড়ে প্রাণ গেল এক যুবকের



দেলোয়ার হোসেন, পাঁচবিবি (জয়পুরহাট) : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচাই বাজারে ঝড় ও বৃষ্টির সময় গাছ উপড়ে পড়ে সজল মিয়া (৩৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নি‌হত সজল মিয়া উপজেলার আটাপুর ইউনিয়নের আটাপুর গ্রামের লাল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৯টার দিকে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে সজলসহ কয়েকজন উচাই বাজারের আটাপুর রাস্তার মোড়ে একটি টিনের ছাপড়ার নিচে থাকা ভ্যানে আশ্রয় নেন। এ সময় পাশের একটি স্কুলের পুরনো আমগাছ তীব্র ঝড়ে উপড়ে গিয়ে ছাপড়ার ওপর ভেঙে পড়ে। উপস্থিত অন্যরা দ্রুত ছাপড়া থেকে বের হয়ে গেলেও সজল মিয়া গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।

খবর পেয়ে পাঁচবিবি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) ময়নুল হোসেন বলেন, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি।"

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের অভিযোগ, পুরনো ঝুঁকিপূর্ণ গাছগুলো যথাসময়ে অপসারণ না করায় এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন