এসএম মিরাজ হোসাইন টিপুঃ
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে একহাজার পিস ইয়াবাসহ আলম (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানাপুলিশ।
পুলিশ সূত্রে জানাযায়,সোনারগাঁও থানার কর্তব্যরত এসআই(নিঃ)/মোঃ নাইমুল ইসলাম সংগীয় ফোর্সসহ সোনারগাঁ থানাধীন আষাড়িয়ার চর সাকিনস্থ মেঘনা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় পুলিশ চেকপোস্টের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে অবস্থানকালে সন্দেহ ভাজন বিভিন্ন গাড়ী তল্লাশী করার সময় সোমবার ২৮ জুলাই রাত অনুমানিক ৮,৩০ ঘটিকার সময় হানিফ পরিবহনের ঢাকাগামী একটি বাস সংকেত দিয়ে থামানো হলে, সাথে সাথে উক্ত বাস হতে একজন লোক নেমে কৌশলে পালানোর চেষ্টা করলে এসআই নাইমুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্সের সহায়তায় উক্ত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে,কক্সবাজার জেলার টেকনা থানাধীন মূছুনী ক্যাম্প এলাকার,মৃতঃ হাসান মিয়ার ছেলে, মোঃ আলম (৩৪) একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে গ্রেফতারকৃত এই মাদক ব্যবসায়ীর দেহ তল্লাশী করে তার পরিহিত লুঙ্গীর নিচে থাকা হাফ প্যান্টের পকেট হতে একটি কালো ব্লাকটেপ দ্বারা মোড়ানো প্যাকেট থেকে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উক্ত ইয়াবা উদ্ধার পূর্বক জব্দ তালিকা মূলে আসামীর বিরুদ্ধে সোনারগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আসামীকে অদ্য ২৯ জুলাই (মঙ্গলবার) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে সোনারগাঁও থানা পুলিশ।