আব্দুল জলিল, সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার কালিগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকার দল পরিবারের সদস্যদের কুপিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার নগদ টাকা নিয়ে গেছে। শুক্রবার রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের রামনগর গ্রামের মধুসূদন কর্মকারের বাড়িতে এ ঘটনা ঘটে। আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, রাতে বারান্দায় গেটের তালা ভেঙ্গে একদল ডাকাত ঘরে ঢুকে পড়ে। তারা পরিবারের সকলকে পিটিয়ে জখম করে। অস্ত্রের মুখে জিম্মি নয় ভরি ওজনের সোনার গহনা ও নগদ ২২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
কালিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক হারুণ অর রশিদসহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনা স্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি মানি ব্যাগ ও এক জোড়া চটি জুতা। মানি ব্যাগের মধ্যে একটি মোবাইল সিম ও আশাশুনির বদরতলা মাছের সেটের মাছ বিক্রির কয়েকটি স্লিপ ছিল।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। দিনে আরো বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।