আমিনুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে বৈরী আবহাওয়াকে উপেক্ষা করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে সনাতনী সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ বেদের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে বৈরী আবহাওয়ার মধ্যেই খোল-কর্তাল ও শঙ্খ বাজিয়ে ফুলবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির থেকে পরলৌকিক মুক্তি কামনায় পাটের রশি ধরে টেনে অপর ঐতিহ্যবাহী শ্রী শ্রী শিব মন্দির চত্বরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথকে প্রতিস্থাপন করা হয়। উল্টোর রথযাত্রায় হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার সব বয়সী নারী ও পুরুষ অংশ নেন।
উপজেলা কেন্দ্রীয় শ্রীশ্রী শ্যামা কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী জয় প্রকাশ গুপ্ত, সহসভাপতি সহকারী অধ্যাপক অমর চাঁদ গুপ্ত অপু ও সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ বলেন, রথযাত্রা উৎসবে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করা হয়। গত ২৭ জুন জগন্নাথ দেবের রথযাত্রার উৎসবের সূচনা হয়েছে। শনিবার (৫ জুলাই) উল্টো রথের যাত্রার মধ্যদিয়ে এ বছরের জন্য তা শেষ হলো।
থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, সনাতন ধর্মীলম্বীদের শ্রী শ্রী জগন্নাথ দেবের উল্টোরথ যাত্রার সার্বিক নিরাপত্তার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী বলেন, শ্রী শ্রী জগনাথ দেবের উল্টো রথযাত্রাকে উৎসব মূখর পরিবেশে শুরু এবং শেষ করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
Tags
দিনাজপুর