জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আমরা চাই যেই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে ছাত্র,তরুন ও শ্রমিকরা রক্ত দিয়েছে সেই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে একটি নতুন বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মানের মধ্যদিয়ে। আমরা ফুলবাড়ীর কথা শুনেছি ফুলবাড়ীর শ্রমিকেরা কিভাবে আন্দোলন করেছিল কিভাবে নিজেদের অধিকারের পক্ষে কথা বলেছিল। আমরা আশা করবো আমাদের সামনে যে নতুন বাংলাদেশ বিনির্মানের লড়াই, সেই লড়াইয়ে ফুলবাড়ীবাসী একইভাবে প্রতিবাদের যে ধারাবাহিকতা প্রতিবাদের যে দ্রহ একিভাবে বজায় থাকবে। এখানে যে কৃষক ফসলের ন্যায্যমুল্য পায়না। দুর্নীতিবাজ , চাঁদাবাজ সন্ত্রাস নিয়ে আমাদের এই সমাজ ভরে গেছে।
তিনি আরো বলেন, গণ-অভ্যুত্থানের আগে এক গ্রুপ চাঁদাবাজী করত, এখন আরেক গ্রুপ চাঁদাবাজী করছে। সিষ্টেম একই রয়ে গেছে শুধু মানুষ পাল্টে গেছে। আমরা গণ-অভ্যুত্থানে বলেছি মানুষ পাল্টালে হবে না সিস্টেমটাকেও পাল্টাতে হবে। সেই সিষ্টেম পাল্টানোর লড়াই হচ্ছে জাতীয় নাগরিক পার্টির লড়াই। আপনাদেরকে এই লড়াইয়ের সাথে থাকতে হবে। আগমী ৩রা আগষ্ট শহীদ মিনারে আপনারা আসবেন। জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে আমরা সরকারের সাথে লড়াই করবো, আমাদের ঘোষনাপত্র আমরা আদায় করে নেব।
জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার (৪জুন) রাতে দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড়ে জাতীয় নাগরিক পার্টি ফুলবাড়ী শাখার আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, জুলাই ঘোষণাপত্র সংবিধানে যুক্ত করতে হবে। যারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, শহীদ হয়েছে, আহত হয়েছে, তাদের মর্যাদা ও স্বীকৃতি দিতে হবে। একই সঙ্গে তাদের রাজনৈতিক নিরাপত্তার কথা জুলাই ঘোষণাপত্রে ও বাংলাদেশের নতুন সংবিধানে যুক্ত করতে হবে। পথসভা শেষে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতিপুর) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী হিসেবে দলের জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক ডাঃ আব্দুল আহাদের নাম ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
এনসিপি ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী নিশাদ চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডাঃ তাসনিম জারা, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, জ্যেষ্ঠ মুখ্য সমন্বয়ক ডাঃ আব্দুল আহাদ, মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসানাত আব্দুল্লাহ প্রমুখ।