মাদকমুক্ত বুড়িচং-ব্রাহ্মণপাড়া গড়বো, উন্নয়নের রোল মডেল হবে : ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন


সৌরভ মাহমুদ হারুন, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি

মাদক দেশের অগ্রগতির বড় বাধা উল্লেখ করে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেছেন, "বুড়িচং-ব্রাহ্মণপাড়ায় প্রায় ২০ হাজার তরুণ মাদকাসক্ত। তাদের মাদকমুক্ত করে জনশক্তিতে রূপান্তর করতে পারলেই এই অঞ্চল হবে উন্নয়নের রোল মডেল।"

শুক্রবার (৪ জুলাই) ব্রাহ্মণপাড়ার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনব্যাপী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। তিনি কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী এবং বাংলাদেশ বার কাউন্সিলের লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান।

তিনি আরও বলেন, "কুমিল্লা একসময় ত্রিপুরার রাজধানী ছিল, অথচ আজও এটি বিভাগ হয়নি। ভবিষ্যতে সুযোগ পেলে কুমিল্লাকে বিভাগ ঘোষণার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করব।"

গণসংযোগকালে তাঁর সঙ্গে ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক এনায়েত করিম ভূঁইয়া, বিএনপি নেতা এমরান হোসেন মাস্টার, নাসির উদ্দিন ভূঁইয়া, জয়নাল হোসেন হাজারী, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আকরাম হোসেন, দিদারুল আলম, হাসান ভূঁইয়া, গাজী মোহাম্মদ ইসরাফিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন