বিশেষ প্রতিবেদকঃ
রাজধানীর ডেমরা হাজী বাদশা মিয়া রোড এলাকায় সেনাবাহিনীর যৌথঅভিযানে দেশীয় অস্ত্র, চাপাতিসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী।
এসময় কিশোর গ্যাং সহ সন্ত্রাসী বাহিনীর ১০ সদস্যকে গ্রেফতার করে ডেমরা থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।
সেনাবাহিনী সূত্রে জানাযায় ৯ পদাতিক ডিভিশনের মেকানাইজড, বি গ্রেড এর ব্যবস্থাপনায় ১৫ ইস্টবেঙ্গল মেকানাইজড ব্রিগেড এই অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন ১৫ ইস্টবেঙ্গল মেকানাইজড বিগ্রেড টু ওয়াইসি লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান পিএসসি।
সেনা সূত্রে আরোও জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ডেমরা থানাধীন হাজী বাদশা মিয়া রোডের রফিকুল ইসলাম স্কুল সংলগ্ন এলাকার বসত বাড়িতে এই অভিযান চালিয়ে উক্ত সন্ত্রাসীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ১/ রিজন ইসলাম, ২/ মুশফিকুর রহমান (অনন্ত), ৩/ মোঃ নাঈম আলম, ৪/ মোঃ শামীম, ৫/ মোহাম্মদ ওয়াস্তি, ৬/ মোঃ সোলেমান মিয়া, ৭/ মোঃ ফাহাদ, ৮/ কাউসার ৯/ মোঃ রোমান এবং অজ্ঞাতনামা আরোও একজন।
গ্রেফতারকৃত দের কাছ থেকে দেশীয় সামুরাই, চাপাতি, চাইনিজ কুড়াল, বাংলা কুড়াল, চাকু এবং বেশ কিছু দেশীয় উদ্ধার করা হয়।
২ ডিসেম্বর মঙ্গলবার রাত ৮ ঘটিকার সময় হাজ্বী বাদশা মীয়া রোডের বসতবাড়ি এলাকার নির্মানাধীন একটি ভবনে সেনাবাহিনীর পক্ষ থেকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান বলেন, আমাদের মূল কাজ হচ্ছে দায়িত্বপূর্ণ এলাকা সম্পূর্ণ পরিষ্কার ও নিরাপদ রাখা।
এ লক্ষ্যে আমাদের নিজস্ব ইন্টেলিজেন্সদের ব্যবহার করে এই অভিযান পরিচালনা করেছি। ড্রোনের মাধ্যমে এসব অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণ করে এই এলাকার সার্বিক পরিস্থিতি লক্ষ্য করে তথ্য সংগ্রহ করেছি।
বর্তমান দেশের চলমান এই সংকট কাটিয়ে উঠতে এবং দেশের রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক করতে আমাদের এই অভিযান নিয়মিত চলমান থাকবে।
দেশের বর্তমান এই সংকট মূহুর্তে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য বন্ধে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি আরোও বলেন, ইনশাআল্লাহ আমরা কিশোর গ্যাং এর এই দৌরান্ত বন্ধ করতে সর্বদা সক্রিয় রয়েছি।
তাছাড়া আপনার ও আপনাদের আশপাশে কেউ অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করলে নিকটস্থ সেনা ক্যাম্পে খবর দিবেন। আমরা আশাকরি আপনাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশের চলমান সমস্যা সমাধান করা সম্ভব।
