ফরহাদ খান, নড়াইল
বৈরী আবহাওয়ার মধ্যেও নড়াইল-২ আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ গণসংযোগ করেছেন। শুক্রবার (৪ জুলাই) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত লোহাগড়া চৌরাস্তা এলাকায় প্রথমে দলীয় কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এরপর বৃষ্টির মধ্যে বিভিন্ন পেশার মানুষের সঙ্গে গণসংযোগ করেন এনপিপির চেয়ারম্যান ফরহাদ।
তিনি বলেন, ২০১৮ সালের নির্বাচনে নড়াইল-২ আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করেছি। তবে দিনের ভোট কারচুপির মধ্যদিয়ে রাতে অনুষ্ঠিত হওয়ায় ভোটাররা ভোট দিতে পারেননি। আশা করছি আগামী সংসদ নির্বাচনে নড়াইল-২ ধানের শীষ প্রতীকে আবারও নির্বাচন করব। এ লক্ষ্যে নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন-এনপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী শওকত হোসেন, নজরুল ইসলাম, বিল্লাল আহম্মেদ, লোহাগড়া উপজেলা কমিটির সভাপতি শেখ হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মোল্যা বদিয়ার রহমান, লোহাগড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড সভাপতি সৈয়দ কিবরিয়া, সাধারণ সম্পাদক কাজী লোটাস, শ্রমিক পার্টির জেলা সভাপতি মোহাম্মদ তরিকুল, সাধারণ সম্পাদক বদরুজ্জামান হাবিব, সাংগঠনিক সম্পাদক কোবাদ হোসেন সিকদার, যুবফ্রন্টের লোহাগড়া উপজেলা সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক ইয়াসিন সরদার, নারীনেত্রী আফসানা মিমি, হিরা খানমসহ অনেকে। #