মোঃ মাইনুল সিকদার, কালিয়াকৈর (গাজীপুর) :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকা থেকে শুক্রবার ভোর রাতে ৩০২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ দুই ফেনসিডিল ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
গ্রেপ্তার কৃত দুই জন হল, কিশোরগঞ্জ জেলার নিকলী থানার কারপাশা গ্রামের ধন মিয়ার ছেলে জীবন মিয়া (৩৫), অপরজন হলেন, লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার খুরদা বিছনদই গ্রামের আব্দুল আজিজের ছেলে জামরুল ইসলাম (২৭)
পুলিশ উদ্ধারকৃত ফেনসিডিল ও গ্রেপ্তারকৃত দুইজন মাদক ব্যবসায়ীদের নিয়ে কালিয়াকৈর থানায় প্রেস ব্রিফিংয়ে জানায়, চুরি ডাকাতি ও ছিনতাই রোধে প্রতিদিনের মত শুক্রবার দিবাগত ভোর রাতে টহল দিচ্ছিল কালিয়াকৈর থানার একদল চৌকস পুলিশ অফিসার। ভোর রাতে উপজেলার বক্তারপুর এলাকায় একটি কভার ভ্যান কে চ্যালেঞ্জ করলে পরবর্তীতে সে কভার ভ্যান তল্লাশি করে ৩০২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করা হয় এবং দুজনকে গ্রেফতার করা হয়। বহনকারী কভার ভ্যানটিও জব্দ করা হয় এবং আটককৃত দুজনকে মাদক আইনে মামলা দিয়ে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান।