সিদ্ধিরগঞ্জে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

 


  • ছয় বছরের সন্তান রেখে পরকীয়ায় জড়িয়ে দ্বিতীয় বিয়ে, অতঃপর স্বামীর হাতে খুন!

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্ত্রীর পরকীয়া প্রেমে ও পারিবারিক কলহকের জেরে ইতি আক্তার (২৫) নামে এক গৃহবধ‍ূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। 

এ ঘটনায় অভিযুক্ত স্বামী বিল্লাল (৩২) কে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (২৫ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ মিজমিজি ১ নং ওয়ার্ড বাতেন পাড়া ক্যানেল পাড় এলাকায় ইব্রাহিম মিয়ার ভাড়া বাসার চার তলায় এ ঘটনা ঘটে। 

এবিষয়টি শনিবার (২৬ জুলাই) সকালে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুর আলম। 

প্রত্যক্ষদর্শী এক ভাড়াটিয়া জানান, শুক্রবার রাত ১১ টার দিকে ঐ ফ্ল্যাট থেকে চিৎকারের শব্দ শুনতে পেলে  তারা ওই কক্ষের ভেতর ঢুকে দেখতে পান ইতি আক্তার মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে এবং তার মাথা থেকে রক্তক্ষরণ হচ্ছে, অতিরিক্ত পরিমানে রক্তক্ষরণের কারণেই ঘটনাস্থলে ইতির মৃত্যু হয় বলে জানান প্রতিবেশী  ভাড়াটিয়ারা। 

এমতাবস্থায় তারা পুলিশে খবর দিলে,সাথে সাথে পুলিশ এসে হত্যাকারী বিল্লালকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম জানান, মিজমিজি বাতেন পাড়া ক্যানেল পাড় এলাকার ইব্রাহিম মিয়ার ভাড়া বাসায় বসবাস করতেন এই দম্পতি। 
পারিবারিক কলহের জের ধরে এই হত্যা কাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন তিনি।

শাহিনুর আলম আরোও জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত বিল্লাল কে গ্রেফতার করেছে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

এ ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন