পুশইনের সংখ্যা কমে আসছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী



স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারত থেকে গত এক মাসে ১৫০০ বাংলাদেশিকে পুশইন করানো হয়েছে এই তথ্যটা সঠিক,তবে পুশইনের সংখ্যাটা কমে আসছে।

শনিবার (২৬ জুলাই) দুপুর পৌনে ১২টায়  নারায়ণগঞ্জ পরিদর্শনে আসেন তিনি। 
প্রথমেই সিদ্ধিরগঞ্জের আদমজীতে র‌্যাব-১১ এর কার্যালয় পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতে যেসব বাংলাদেশি রয়েছে তাদের ফিরিয়ে আনতে হবে। 
রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে হবে, সেটা ১০ কিংবা ২০ বছর পর হোক। 

তবে বর্তমানে ভারত আমাদের বাংলাদেশী নাগরিকদের সঙ্গে যেসব রোহিঙ্গাদের পাঠাচ্ছে তাদেরকে আমরা গ্রহণ করছিনা। 

তাদের ফেরত পাঠিয়ে দিচ্ছি এবং আমরা ভারতকে বলেছি আমাদের কোনো নাগরিক যদি ওইখানে থেকে থাকে তাহলে তাদেরকে একটা নিয়মের মাধ্যমে পাঠাতে হবে। 
যেই নিয়মে আমরা ভারতীয়দের পাঠিয়ে থাকি,কিন্তু তারা নিয়মের মাধ্যমে না পাঠিয়ে নদীর পাড়ে, জঙ্গলে ফেলে যায় এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।
এ বিষয়ে আমরা প্রতিবাদ করে যাচ্ছি। প্রতিবাদে কিছুটা কাজও হচ্ছে এবং পুশইনের সংখ্যাটা কমে আসছে।

মোহাম্মদপুরের আলোচিত ছিনতাইয়ের ঘটনার বিষয়ে উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত চারজনকে শনাক্ত করা হয়েছে, এদের মধ্যে তিনজনকে গ্রেফতারের পাশাপাশি ফোনও উদ্ধার করা হয়েছে। 

এই ঘটনার জন্য একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। দোষীদের ছাড় দেওয়া হবে না। 
এসময় উপদেষ্টার সঙ্গে র‌্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত অধিনায়ক (সিও) এডি. ডিআইজি মোশারফ হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন।

অন্যদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার প্রত্যুষ কুমারকে সঙ্গে  নিয়ে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্স পরিদর্শন করেন তিনি। এসময় লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,নির্বাচনের আগেই লুট হওয়াসহ সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে।

আগামী জাতীয় নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া অস্ত্রসহ সারাদেশে থাকা সব অবৈধ অস্ত্র উদ্ধার করতে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। 
এজন্য দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন।

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট মামলাগুলোর অগ্রগতির বিষয়ে তিনি বলেন, ‘অধিকাংশ মামলায় অসংখ্য ব্যক্তিকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করায় তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে,তবে যাতে নিরপরাধ কেউ হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে সুষ্ঠুভাবে তদন্ত করে অভিযোগপত্র দাখিল করা হবে।’

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন