মোঃ মাইনুল সিকদার, কালিয়াকৈরে (গাজীপুর) :
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ফরেস্ট পিকনিক স্পটের পিছনের শালবন হতে গত রোববার সন্ধ্যা সাতটার দিকে অজ্ঞাতনামা(৩০) নারীর মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।নিহতের পড়নে ছিল বেগুনি রংয়ের সেলোয়ার কামিজ ও কালো রঙের বোরকা। কালিয়াকৈর থানার পুলিশের উপ-পরিদর্শক তাইফুল ইসলাম জানান,খবর পেয়ে চন্দ্রা এলাকার শালবন হতে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পাশেই একটি স্মার্টফোন পড়ে থাকলেও পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে বিগত এক বছরে ওই মোবাইল ফোনটি ব্যবহার করা হয়নি। তিনি আরো জানান, আঙুলের ছাপ নিয়ে গাজীপুর ডিবি পুলিশ নিহতের পরিচয় সনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রতিবেদন লেখা পর্যন্ত ওই অজ্ঞাত নারীর পরিচয় পাওয়া যায়নি। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল মান্নান জানান, মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন।