আব্দুল আলিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে তীব্র তাপদাহ ও প্রচণ্ড গরমে আমবাজারে আসা কৃষক, ভ্যানচালক, বিভিন্ন যানবাহনের চালক ও পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন সাপাহার মাঊন ক্লাব।
শনিবার (১২ জুলাই) বেলা ১২টায় সাপাহার বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। সংগঠনের সভাপতি প্রভাষক আব্দুর রশিদ চৌধুরী, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক নাইম হোসেন এ সময় উপস্থিত থেকে পথচারীদের মাঝে শরবত বিতরণ করেন।
এই উদ্যোগ সম্পর্কে সংগঠনের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মুমিনুল হক বলেন, “প্রচণ্ড গরমে আমবাজারে কাজ করা আমচাষি, বিক্রেতা, ক্রেতা, ও শ্রমজীবী মানুষদের কিছুটা স্বস্তি দিতেই আমাদের এই ছোট আয়োজন। আমরা সমাজের বিত্তবান ও সমাজসেবীদের এই ধরনের কার্যক্রমে পাশে থাকার আহ্বান জানাই।”
ঠান্ডা শরবত পান করে আমবাজারে আগত কৃষক ও পথচারীরা সন্তোষ প্রকাশ করেন এবং এমন উদ্যোগ নিয়মিত চালিয়ে যাওয়ার দাবি জানান।
উল্লেখ্য, ২০২০ সালে প্রতিষ্ঠিত সাপাহার মাঊন ক্লাব এর আগেও রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র বিতরণ, অসহায়দের মাঝে খাবার ও পোশাক বিতরণসহ বিভিন্ন সমাজসেবামূলক এবং ক্রীড়া কার্যক্রম পরিচালনা করে আসছে।