আব্দুল জলিল, সাতক্ষীরা :
জাতীয় নাগরিক পার্টির নাহিদ ইসলাম, আকতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, সামান্তা শারমিন ও ডা. তাসনিম জারাসহ অন্যান্য নেতৃবৃন্দের সাতক্ষীরায় আগমন উপলক্ষে সবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০) বিকেলে শহরের আল বারাকা শপিং সেন্টারের পিজ্জা মিলান হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে এনসিপি সাতক্ষীরার প্রধান সমন্বয়কারী কামরুজ্জামান বুলু লিখিত বক্তব্যে জানান, আগামী শনিবার জুলাই গগণঅভ্যুত্থানের প্রথম সারির যোদ্ধা নাহিদ ইসলাম, আকতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, সামান্তা শারমিন ও ডা. তাসনিম জারাসহ অন্যান্য নেতৃবৃন্দ সাতক্ষীরায় আসছেন। জুলাই পদযাত্রা উপলক্ষে তাদের আগমন সুন্দর ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য ১৭টি বিষয়ে প্রোগাম বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১২ জুলাই ৯টায় নেতৃবৃন্দ খুলনা থেকে সাতক্ষীরার পাটকেলঘাটার কুমিরা ফুটবল মাঠে পৌঁছাবেন। সেখানে জেলার এনসিপি নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় যুব শক্তি, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ সংক্ষিপ্ত পথ সভা শেষে সাতক্ষীরা শহরের খুলনার রোড মোড়ে উপস্থিত হবেন। বেলা ১১টায় খুলনার রোড মোড় শহীদ আসিফ চত্বরে প্রধান পথসভা অনুষ্ঠিত হবে। এখানে জুলাইয়ে আহত ও নিহত শহীদ পরিবারের সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দর সাক্ষাৎ অনুষ্ঠিত হবে।
আরো জানানো হয়, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, আরিফুল ইসলাম আদীব ও নাহিদা সারওয়ার নিভা সহ দেড় শতাধিক নেতৃবৃন্দও জুলাই পদযাত্রায় উপস্থিত থাকবেন।
সংবাদ সম্মেলনে, এনসিপি সাতক্ষীরার সদস্য সচিব আলহাজ্ব শেখ আহসান উল্লাহ, সদস্য খাদিজা খাতুন চায়না, এনসিপির সদর উপজেলার প্রার্থী পলাশ হোসেন উপস্থিত ছিলেন।
Tags
সাতক্ষীরা