![]() |
ফজলে রাব্বি ও সাদ্দাম হোসেন |
মো: লুৎফর রহমান (খাজা শাহ্): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রকাশ করায় দায়েরকৃত মামলায় দুই সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন সংশ্লিষ্ট আদালত।
ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের আখাউড়া আমলী আদালতের বিজ্ঞ বিচারক গত বৃহস্পতিবার (২৮ আগস্ট) তাদের জামিন মঞ্জুর করেন। জামিনপ্রাপ্ত সাংবাদিক দুজন হলেন- আখাউড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বি ও আরটিভির আখাউড়া প্রতিনিধি মো: সাদ্দাম হোসেন।
উল্লেখ্য যে, বিগত ১২ আগস্ট চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুস সাত্তার বাদী হয়ে দুই সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজি ও মানহানির অভিযোগ উত্থাপন করে আখাউড়া থানায় মামলা দায়ের করেছিলেন।
Tags
ব্রাহ্মণবাড়িয়া